গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে, শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসে বললেন সৌরভ

Must read

সোমবার শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সজ্জন জিন্দল। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। (Sourav Ganguly) বলেন, “যে কোনও শিল্পই সেখানকার আশেপাশের পরিবেশ বদলে দেয়। আগামী ৫ বছরে অনেক কর্মসংস্থান হবে পশ্চিম মেদিনীপুরের। ডানদিকে খেলার মাঠ, থাকার জায়গা। এখানে শুধু বিদ্যুৎ উৎপাদন হবে না, শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে।”

আরও পড়ুন- শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্র মাইলস্টোন, ১৫ হাজার কর্মসংস্থান হবে: মুখ্যমন্ত্রী

এদিন ২০০০ একরের JSW ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে। ১৬০০ মেগাওয়াটের এই দুটি বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দারাই উপকৃত হবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে তাপবিদ্যুৎ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন জিন্দল।

Latest article