হাওড়া ডোমজুড়ের দক্ষিণ ঝাপড়দহর কাছে ওএনজিসির (ONGC) রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার বিকেল ৩টে নাগাদ আগুন লাগে। নিমেষেই আগুনের লেলিহান শিখা গোট কারখানায় ছড়িয়ে পড়ে। দাউদাউ করে পুরো কারখানা জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোট এলাকা। প্রশ্ন উঠেছে কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে।
আরও পড়ুন- গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে, শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসে বললেন সৌরভ
কারখানার শ্রমিকরাই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। এরপর স্থানীয়দের সঙ্গে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে। বিকেল ৫টা অবধি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের আরও গাড়ি আনা হচ্ছে। কারখানার ভেতর কেউ আটকে পড়েছেন কিনা তা স্পষ্ট নয়। আগুন আয়ত্তে এলে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। কীভাবে থেকে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।