৩৫৫’র দাবি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ থুবড়ে পড়ল বিজেপির চক্রান্ত। মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। রাজ্যে সংবিধানের ৩৫৫ ধারা করতে রাষ্ট্রপতিকে কোনওরকম নির্দেশ দিতে সোজাসুজি অস্বীকার করল সর্বোচ্চ আদালত। সোমবার এই মামলার আবেদন নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিহা৷ বিজেপি-ঘনিষ্ঠ মামলাকারী আইনজীবীকে ভর্ৎসনা করে বিচারপতি গভাইয়ের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, আপনি আমাদের বলছেন কেন্দ্রীয় সরকারকে নির্দেশ জারি করতে? এমনিতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আমরা নাকি আইনসভা ও সরকারের কাজে নাক গলাচ্ছি! মুর্শিদাবাদের হিংসাকে হাতিয়ার করে ফের বাংলাকে পঙ্গু করতে চাইছে বিজেপি। সেই উদ্দেশ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চে আবেদন করেন বিজেপি ঘনিষ্ঠ হিসেবে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন৷ কিন্তু শুনানির শুরুতেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের আবেদন খারিজ করে দেন শীর্ষ আদালতের দুই বিচারপতি। বিজেপির এই নোংরা রাজনীতি নিয়ে তৃণমূলের স্পষ্ট বক্তব্য, বাংলায় ৩৫৫, ৩৫৬ ধারার মতো যেসব মামাবাড়ির আবদার নিয়ে বিজেপি ও তার সাঙ্গোপাঙ্গরা লম্ফঝম্ফ করে, সেরকম কোনও প্রেক্ষিতই যে পশ্চিমবঙ্গে নেই, সেটা সারা ভারত জানে। বিজেপিও জানে বাংলার মানুষ তাদের সঙ্গে নেই, তাই ব্যাকডোর পলিটিক্স করতে আদালতে যায়। আদালতও বলে দিয়েছে, এসবের মধ্যে তারা নেই!

আরও পড়ুন- ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন, প্রশ্নের মুখে অগ্নি নির্বাপণ ব্যবস্থা

অন্যদিকে, মুর্শিদাবাদের হিংসা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতেও এদিন শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপি ঘনিষ্ঠ মামলাকারী আইনজীবী শশাঙ্কশেখর ঝা। এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিং সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে অসত্য তথ্যের ভিত্তিতে দায়ের হওয়া কোনও মামলার শুনানি তাঁরা করবেন না! বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীকে বিচারপতিদের প্রশ্ন, কত বছর প্র্যাকটিস করছেন সুপ্রিম কোর্টে? এর আগে কোন কোন মামলায় অংশ নিয়েছেন? আপনার এত তাড়া কীসের? যার-তার বিরুদ্ধে অভিযোগ আনবেন না! ওই আইনজীবীকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Latest article