নিজের গাড়ির ধাক্কায় আহতদের হাসপাতালে নিয়ে গেলেন বীরবাহা

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : তৃণমূল মন্ত্রীর মানবিক মুখ দেখলেন ঝাড়গ্রামের মানুষ। মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের বাড়িতে ফেরার পথে মন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) গাড়ির কনভয় মেদিনীপুর শহরে দুর্ঘটনার কবলে পড়ে গতকাল, রবিবার। হঠাৎ সামনে পড়ে যায় একটি টোটো গাড়ি। কনভয়ের গাড়ির ধাক্কায় আহত হয় টোটোতে থাকা মা ও শিশু। যদিও ভাগ্যক্রমে শিশুটির সেরকম কিছু হয়নি। অল্পবিস্তর চোট পেয়েছেন মা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বীরবাহা দ্রুত নিজের গাড়ি থেকে নেমে পড়েন। তারপর আহতদের নিজের গাড়িতে তুলে নিয়ে সোজা হাসপাতালে ছুটলেন মন্ত্রী। গিয়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। যতক্ষণ চিকিৎসা চলে নিজে হাসপাতালে দাঁড়িয়ে থাকেন। শুধু তাই নয় এদিন সকালেও ওঁদের বাড়িতে ফোন করে সেই মা ও শিশুর খোঁজ নেন মন্ত্রী (Birbaha Hansda)। সবাই সুস্থ রয়েছে জেনে আশ্বস্ত হন।

আরও পড়ুন- গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে, শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসে বললেন সৌরভ

Latest article