স্ত্রীকে কুপিয়ে খুনে মৃত্যুদণ্ড

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : নাবালক ছেলের সামনেই স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংস হত্যা। ২০২৩ সালে ময়নাগুড়ির ঘটনায় তোলপাড় হয়েছিল চারদিক। সোমবার জলপাইগুড়ি আদালত মৃত্যুদণ্ড দিল অভিযুক্ত সুজিত দে ভৌমিককে। উল্লেখ্য, স্ত্রীকে খুনের পর শাশুড়ি এবং শাশুড়ির বৃদ্ধা মাকেও খুনের চেষ্টা করে সুজিত। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এই সমস্ত ঘটনা ঘটে তারই নাবালক ছেলের সামনে। অভিযুক্তের ১০ বছরের ছেলে আদালতে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সোমবার সাজা শোনার জন্য পরিবারের সঙ্গে আদালতে আসে নিজের চোখে বাবার হতে মাকে খুন হতে দেখা নাবালকও।

আরও পড়ুন- নিজের গাড়ির ধাক্কায় আহতদের হাসপাতালে নিয়ে গেলেন বীরবাহা

Latest article