বিজেপি নেতাদের বক্তব্য সুপ্রিম কোর্টের অবমাননা, অ্যাটর্নি জেনারেলকে চিঠি

ওয়াকফ আইন নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে সুপ্রিম কোর্টের মর্যাদা ও কর্তৃত্ব হ্রাসের চেষ্টা করছেন একাধিক শীর্ষস্থানীয় বিজেপি নেতা

Must read

প্রতিবেদন: ওয়াকফ আইন নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে সুপ্রিম কোর্টের মর্যাদা ও কর্তৃত্ব হ্রাসের চেষ্টা করছেন একাধিক শীর্ষস্থানীয় বিজেপি নেতা। এই অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করতে এবার অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে চিঠি পাঠানো হল। এই চিঠিতে বলা হয়েছে, দেশের শীর্ষ আদালত সম্পর্কে একজন সংসদ সদস্যের বক্তব্য ভয়ঙ্কর আপত্তিকর এবং বিভ্রান্তিকর, যা বিচার বিভাগের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক কাঠামোকে আঘাত করেছে। অবিলম্বে সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
প্রসঙ্গত, শনিবার এক মন্তব্যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে ‍‘দেশের সমস্ত গৃহযুদ্ধের জন্য দায়ী’ বলে উল্লেখ করেন এবং সুপ্রিম কোর্ট ‍‘ধর্মীয় যুদ্ধের জন্য দায়ী’ বলে মন্তব্য করেন। এই মন্তব্যের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের আইনজীবী অনাস তানভির দেশের অ্যাটর্নি জেনারেলকে লিখিতভাবে আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর অনুরোধ জানান। তানভির তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, দুবের মন্তব্য সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যে করা হয়েছে এবং তা সরাসরি বিচারবিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এই মন্তব্যগুলি কেবল ভুল তথ্যের উপর ভিত্তি করে নয়, বরং সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করা, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করা এবং বিচারবিভাগীয় নিরপেক্ষতার প্রতি সাম্প্রদায়িক অবিশ্বাস উসকে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল সাংসদদের তোপে জাতীয় মহিলা কমিশন

চিঠিতে আদালত অবমাননা আইন, ১৯৭১-এর ধারা ২(সি)(১)-এর আওতায় বিজেপি সাংসদের বক্তব্যকে ফৌজদারি অবমাননা হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, এই ধরনের মন্তব্য আদালতের সর্বোচ্চ পদে থাকা একজন বিচারপতির উপর জাতীয় সংকটের দায় চাপায়, যা বিচার বিভাগকে কলঙ্কিত করে সমাজে বিভ্রান্তি ও অবিশ্বাসের সৃষ্টি করে। এছাড়া, সংবিধানের অনুচ্ছেদ ৩৬৮ সংক্রান্ত দুবের মন্তব্য যেখানে তিনি বলেছেন আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র সংসদের, তাও বিভ্রান্তিকর। বিচারবিভাগের মর্যাদা রক্ষায় অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারী।

Latest article