আইনি পরামর্শ মেনেই তালিকা প্রকাশিত হবে

উত্তেজনার মাঝেই অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষিকা। এখানেও ত্রাতা সেই পুলিশ। অসুস্থ শিক্ষিকার মাথায় জল দিতে এগিয়ে আসেন এক পুলিশকর্মী৷

Must read

প্রতিবেদন : যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে যে আইনি পথেই হাঁটবে এসএসসি তা আগেই জানিয়েছিল তারা। সেই মতোই আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে। আইনি পরামর্শ মেনেই যত দ্রুত সম্ভব তালিকা প্রকাশ করবে কমিশন।

আরও পড়ুন-সেবাশ্রয়ের আওতায় বিনামূল্যে ছানি অপারেশন

প্রকাশের আগে কমিশনের বার্তা, সবার স্বার্থেই রিভিউ পিটিশন করবে রাজ্য, তার আগে এমন কিছু করবেন না যাতে আইনি প্রক্রিয়া ব‌্যাহত হয়ে জটিলতা বেড়ে যায়। অনেকেই বন্ধুর মুখোশ পরে জট বাড়ানোর চেষ্টায় উসকানি দিচ্ছেন। এসএসসি ভবনে সেই নিয়ে রাত পর্যন্ত চলে বৈঠক। চাকরিহারা শিক্ষকদের ১৩ জনের সঙ্গে বৈঠক করে কমিশন। এদিকে এসএসসি ভবনের বাইরে বাকি চাকরিহারা শিক্ষকরা দু’টি দলে বিভক্ত হয়ে গিয়ে নিজেদের মধ্যেই বচসা শুরু করে। উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এলাকায়। পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনার মাঝেই অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষিকা। এখানেও ত্রাতা সেই পুলিশ। অসুস্থ শিক্ষিকার মাথায় জল দিতে এগিয়ে আসেন এক পুলিশকর্মী৷

Latest article