প্রতিবেদন : শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (ডব্লুউবিএমডিএফসি) উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় চালু হয়েছে সিভিল সার্ভিস ও অন্যান্য চাকরি পরীক্ষার আবাসিক কোচিং৷ সোমবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় বহরমপুরের রবীন্দ্রভবনে সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের আবাসিক কোচিংয়ের উদ্বোধন করলেন প্রশাসনিক কর্তারা৷ একইসঙ্গে অনুষ্ঠিত হয় এক সচেতনতা কর্মসূচি৷ এদিন বিত্তনিগমের চেয়ারম্যান মোশারফ হোসেন জিয়াগঞ্জ এবং জঙ্গিপুরে দুটি আবাসিক কোচিংয়ের উদ্বোধন করেন৷ কোচিং উদ্বোধনের পাশাপাশি বিত্ত নিগমের অধীনে উপভোক্তাদের বিভিন্ন রকমের ঋণ তুলে দেওয়া হয়। কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস্ স্কলারশিপও৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিত্ত নিগমের এমডি শাকিল আহমেদ, মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষী মিত্র, সভাধিপতি রুবিয়া সুলতানা, বিত্ত নিগমের জিএম সুদীপ্ত পোরেল ও তানিয়া পারভীন, ম্যানেজার জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত জেলাশাসক শামসুর রহমান, চিরন্তন প্রামানিক, বিধায়ক সাহিনা মমতাজ, জিয়াগঞ্জের বিডিও প্রসন্ন মুখোপাধ্যায়, ডোমা রেণুকা খাতুন–সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও সম্মানীয় গুণীজনেরা। রবীন্দ্রভবনের অনুষ্ঠান সেরে জিয়াগঞ্জ এবং জঙ্গীপুরের দুটি আবাসন দুটি পরিদর্শনও করেন প্রশাসনিক কর্তারা৷ এ বিষয়ে বিত্ত নিগমের এমডি শাকিল আহমেদ জানান, জিয়াগঞ্জে ৩৬ জন মহিলা ও জঙ্গিপুররে ৫০ জন পুরুষ পড়ুয়ার জন্য আবাসিক কোচিংয়ের ব্যবস্থা রয়েছে৷ জানা যায়, বিত্ত নিগমের কোচিংয়ের মাধ্যমের প্রথম বর্ষে এই জেলা থেকে ৫ জন ছেলেমেয়ে ডব্লুউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে সুযোগ পেয়েছেন৷ যাঁদের মধ্যে রয়েছেন ৪ জন ছেলে ও ১ জন মহিলা৷
আরও পড়ুন: এবার বাগুইআটিতে ট্রলি ব্যাগে মহিলার দেহ! চাঞ্চল্য