গরমে ছুটির মরশুমে যখন কাশ্মীরজুড়ে (Kashmir) পর্যটকদের আনাগোনা সেই সময় আজ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হয়ে গেল ভয়াবহ জঙ্গিহামলা। মঙ্গলবার পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এর ফলে বারোজন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। মনে করা হচ্ছে পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। আহতদের মধ্যে তিন স্থানীয় এবং তিন জন রাজস্থানের, তবে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে ।
আরও পড়ুন-শালবনির-গোয়ালতোড়, রাজ্যে শিল্প স্থাপনের জোয়ার: মুখ্যমন্ত্রী, সৌর বিদ্যুতের দাম কমার আশ্বাস
জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে পহেলগাঁও সবথেকে জনপ্রিয়। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক আসেন। সেই সুযোগের সদ্ব্যবহার করেই ট্রেকিং করা একটি দলকেই নিশানা করে জঙ্গিরা। তারা সংখ্যায় কত জন ছিল, এখনও জানা যায়নি। এদিকে ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। এর মধ্যে এই সন্ত্রাসবাদী হামলা নিয়ে ভূস্বর্গের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আর যাত্রীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ।
কাশ্মীর পুলিশ জানিয়েছে বহু পর্যটক কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওতে জঙ্গিদের গুলির ফলে আহত হয়েছেন। বৈসরনের যেখানে পর্যটকদের ভিড় প্রচুর হয় সেখানেই এই হামলা চলেছে। স্থানীয় সূত্রে খবর, একজন পর্যটকের ওপর জঙ্গিরা হামলা করতে থাকে। এরপরেই পাশে থাকা অনেকে আহত হন। কয়েকজনের আঘাত রীতিমত গুরুতর। কিন্তু প্রশ্ন হল যে জায়গায় এই ঘটনা ঘটেছে, সেখানে সহজে গাড়ি যায় না। তাহলে ঠিক কীভাবে এত সহজে এত বড় প্ল্যান বাস্তবায়িত করে ফেলল জঙ্গিরা? প্রশাসন কিছুই টের পেল না?