কাঁচি দিয়ে মহিলার জিভ কেটে নৃশংসভাবে খু.ন বিজেপি নেতার

আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। এখনও চিকিৎসা চলছে গুরুপদবাবুর।

Must read

নৃশংস! শরিকি জমি নিয়ে বিবাদের ফল হল মারাত্মক। জমির মাটি বিক্রিকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বড়গোদা গ্রামে লাঠিপেটা করা হল দুই মহিলাকে। আহত অবস্থাতেই তাঁদের মধ্যে একজনের জিভ কেটে দেওয়া হয়েছে কাঁচি দিয়ে। এদিনের এই ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এই হামলার সঙ্গে জড়িত একজন বিজেপি (BJP) নেতা।

আরও পড়ুন-প্রশিক্ষণের সময় গুজরাতে ভেঙে পড়ল বিমান, মৃত পাইলট

পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলার নাম মিনুরানি দাস (৫২) এবং সুপ্রিয়া দাস (২৪)। তাঁরা সম্পর্কে শাশুড়ি ও বউমা। মিনুদেবীর জিভ কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছে । মিনুরানির স্বামী গুরুপদ দাস ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তমলুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, গুরুপদ বাবুরা মোট ছয় ভাই। এক ভাই আগেই মারা গিয়েছেন। অন্য এক ভাই আলাদা থাকেন। বাকি চার ভাই এক জায়গাতেই থাকেন। গুরুপদ বাবুর দুই ভাই সুভাষ ও কিশোরীমোহন ওই জমির মাটি স্থানীয় একজনকে বিক্রি করেছেন। এরপরেই জেসিবি দিয়ে মাটি কেটে মোটরভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। স্বাভাবিকভাবেই আপত্তি জানান গুরুপদ বাবু, তাঁর স্ত্রী এবং বৌমা। শুরু হয় বচসা। গুরুপদবাবু সন্ধ্যা নাগাদ স্থানীয় পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া মণ্ডলের কাছে অভিযোগ জানান ও পঞ্চায়েত প্রধানের কাছেও অভিযোগ জানান। রাতে বাড়ি ফিরে আবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযুক্ত দুই ভাই গুরুপদর বউমার উপর হামলা করে। তাকে বাঁচাতে গুরুপদবাবু এবং মিনুদেবী আটকাতে যান। অভিযুক্ত দুই ভাই তাঁদের উপরে লাঠি, লোহার রোড দিয়ে হামলা চালায়। মিনুদেবী আহত হওয়ার পর হামলাকারীরা কাঁচি দিয়ে তাঁর জিভ কেটে দেয়। এই ঘটনায় মূল অভিযুক্ত গুরুপদ বাবুর ভাই সুভাষ গ্রামের বিজেপি নেতা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। এখনও চিকিৎসা চলছে গুরুপদবাবুর।

Latest article