হৃষিকেশে র‍্যাফটিং করতে গিয়ে নৌকা উল্টে তলিয়ে গেলেন যুবক

কিছুক্ষন জলে ভেসে ছিলেন কিন্তু তারপরেই জলের তলায় তলিয়ে যেতে দেখা গেল তাঁকে। গোটা ঘটনাটির ভিডিও পোস্ট করেন এক ব্যক্তি

Must read

প্রতি বছর বহু পর্যটকের ভিড় হয় হৃষিকেশে (Rishikesh)। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ মূল উদ্দেশ্য থাকলেও থাকে নানারকম অ্যাডভেঞ্চারের নেশা। বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, রিভার র‍্যাফটিং, রোপওয়ে নানা রকমের অ্যাডভেঞ্চারে জমিয়ে আনন্দ করেন পর্যটকরা। এবার সেই অ্যাডভেঞ্চারই কাল হল যুবকের। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে আর বাড়ি ফিরলেন না যুবক।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের, আহত ১২, মৃত ১

হৃষিকেশে ঘুরতে গিয়ে রিভার র‍্যাফটিং করতে গিয়েছিলেন এক দল যুবক। র‍্যাফটিং করার সময় নদীর স্রোতের মাঝে হঠাৎ করেই নৌকা থেকে পড়ে গেলেন ওই যুবক। কিছুক্ষন জলে ভেসে ছিলেন কিন্তু তারপরেই জলের তলায় তলিয়ে যেতে দেখা গেল তাঁকে। গোটা ঘটনাটির ভিডিও পোস্ট করেন এক ব্যক্তি।

আরও পড়ুন-কাঁচি দিয়ে মহিলার জিভ কেটে নৃশংসভাবে খু.ন বিজেপি নেতার

সাগর নেগী নামের ওই যুবক বন্ধুদের সঙ্গে হৃষিকেশে বেড়াতে গিয়েছিলেন। বয়স ২৪। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সাগর প্যাডেল করে নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নৌকায় থাকা বাকি বন্ধুরাও চেষ্টা করছেন স্রোতের মধ্য দিয়ে তাঁকে ফিরিয়ে আনার কিন্তু সবই বিফলে। প্রকৃতির শক্তির কাছে তাদের সকলকেই একটা সময়ে হার মানতে হয়েছে। শেষ রক্ষা করা যায় নি। খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পৌঁছলে সাগরের দেহ গঙ্গা থেকে তুলে আনা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তপোবন ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের র‍্যাফটিং করার সময় সুরক্ষাবিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে আবহাওয়া খারাপ থাকায় ডাল লেকে উল্টে যায় একটি শিকারা। মাঝি সহ চার জন পর্যটক লেকের জলে পড়ে যান। শিকারার মালিক জানিয়েছিলেন নৌকায় রাজস্থান থেকে আসা কয়েকজন পর্যটক ছিলেন। হঠাৎ হাওয়ার বেগ প্রবল হওয়ায় শিকারা উল্টে যাত্রীরা সকলেই লেকের জলে পড়ে যায়। তবে এই ঘটনায় সকলকে উদ্ধার করা গিয়েছে।

Latest article