পহেলগাঁও হামলায় জঙ্গিদের ছবি-নাম প্রকাশ্যে! হাই আল্যার্টে নিরাপত্তা বাহিনী

Must read

পহেলগাঁওয়ে (Pahalgam Terrorist Sketches) ভয়াবহ জঙ্গি হামলার সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ করল জম্মু কাশ্মীর পুলিশ। তিন জঙ্গির নামও প্রকাশ করা হয়েছে। আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আদিল গুরু, আবু তালহা। হাই আল্যার্টে রয়েছে নিরাপত্তা বাহিনী।

হামলাকারীরা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য। এটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি শাখা। কমপক্ষে ৫-৬ জঙ্গি ছদ্মবেশে উপত্যকার চারপাশের ঘন পাইন বন থেকে বৈসারনে এসে AK-47 দিয়ে গুলি চালায়। আর এই হামলাতেই প্রাণ গিয়েছে ২৬ জনের। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানি জঙ্গিরা কয়েকদিন আগেই উপত্যকায় ঢুকেছিল। লস্কর-ই-তৈবার কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদকে পহেলগাঁওয় গণহত্যার মাস্টারমাইন্ড হিসাবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন-বাংলার নিহত ৩ জনের পরিবারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terrorist Sketches) ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। যার জেরে মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। ঘটনা দেশে-বিদেশে নিন্দার ঝড়। তারই মধ্যে বারামুলায় ২ জঙ্গিকে খতম করে বর্ডারে অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা।

Latest article