ফের বাংলার প্রতি বৈষম্যমূলক মনোভাব কেন্দ্রের! তীব্র নিন্দা শিক্ষামন্ত্রীর

Must read

ফের কেন্দ্রীয় সরকার তোপ দাগলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মোদি সরকারের বৈষম্যমূলক আচরণ। তথ্য দিয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে ধুয়ে দিলেন ব্রাত্য।

তিনি (Bratya Basu) লিখেছেন, পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটেড ইনোভেশন অ্যান্ড রিসার্চ (PAIR) প্রোগ্রামের যোগ্যতার মানদণ্ড অনুসারে, আমাদের রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হাব অ্যান্ড স্পোক ইনস্টিটিউশন হওয়ার যোগ্য। তবুও কোনও বিশ্ববিদ্যালয়কেই সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক মনোভাবের তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন- পহেলগাঁও হামলায় জঙ্গিদের ছবি-নাম প্রকাশ্যে! হাই আল্যার্টে নিরাপত্তা বাহিনী

হাব ইনস্টিটিউশন হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স ব্যাঙ্গালোর, ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি রোপার, জহরলাল নেহরু ইউভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর -সহ অনান্য। বেশিরভাগ ইউনিভার্সিটিই বিজেপি শাসিত রাজ্যে। একইভাবে স্পোক ইনস্টিটিউশনগুলিও বিজেপি শাসিত রাজ্যেই।

Latest article