প্রতিবেদন : মঙ্গলবার ভূস্বর্গে জঙ্গি হামলায় বিতান অধিকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার আরও দুই বাঙালির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এঁরা হলেন বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্র। এঁদের দেহ আজ রাতেই কলকাতায় আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলার ঘটনার পর থেকেই টানা খোঁজখবর রেখেছেন। মঙ্গলবারই মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়েছিলেন বৈষ্ণবঘাটায় বিতানের বাড়িতে। মৃতের বাড়ির লোকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিতানের স্ত্রীর সঙ্গেও কথা হয়। বুধবার মেয়র ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলেন মৃতদের বাড়িতে। সেখানে সমীর গুহর বাড়ির লোকের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। বুধবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী তিন বাঙালির মৃত্যুর খবরে শোক প্রকাশ করে লিখেছেন, রাজ্য সরকার সবরকমভাবে মৃতদের পরিবারের পাশে রয়েছে। আজ রাত সাড়ে আটটায় কলকাতায় তিন বাঙালির দেহ আসছে। দিল্লির রেসিডেন্ট কমিশনার পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং আমি নিজেও পুরোটা নজর রাখছি, সঙ্গে রয়েছেন সিনিয়র অফিসাররাও। মুখ্যমন্ত্রী লিখেছেন কোনও শব্দই এই পরিবারগুলোকে সান্ত্বনা জানানোর পক্ষে যথেষ্ট নয়। আমাদের হৃদয় ভেঙে গেল আমরা পরিবারগুলোর পাশে আছি, থাকব।
আজ রাতে দমদম বিমানবন্দরে দেহগুলিকে আনতে যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ অন্যরা। এরপর দেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন- জঙ্গিদের জাত-ধর্ম হয় না: মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে পহেলগাঁও-হামলার তীব্র নিন্দা