নিন্দায় শচীন-বিরাটরা, নিহতদের স্মরণে বোর্ড

পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণে বুধবারের মুম্বই-হায়দরাবাদ ম্যাচে কোনও আতশবাজির রোশনাই ছিল না

Must read

মুম্বই, ২৩ এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণে বুধবারের মুম্বই-হায়দরাবাদ ম্যাচে কোনও আতশবাজির রোশনাই ছিল না। বন্ধ রাখা হয়েছিল চিয়ারলিডারদের নাচও। ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হয়। দু’দলের খেলোয়াড় এবং আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। নিরীহ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি আক্রমণের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে বিরাট কোহলি, গৌতম গম্ভীর, মহম্মদ সিরাজরা।

আরও পড়ুন-কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু কমপক্ষে ৩২ পর্যটকের, লাগাতার ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক, কেন পদত্যাগ করবেন না শাহ

পহেলগাঁওয়ের ঘৃণ্য ঘটনায় শোকার্ত বিরাট ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘পহেলগাঁওয়ে ঘৃণ্য আক্রমণে নিরীহ মানুষদের প্রয়াণে আমি শোকাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। তাঁদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। আশা করি, এই বর্বরোচিত আচরণের উপযুক্ত জবাব দেওয়া হবে।’’
কিংবদন্তি শচীন সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘পহেলগাঁওয়ে নিরীহ মানুষের উপর মর্মান্তিক হামলায় আমি মর্মাহত এবং গভীরভাবে ব্যথিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নিশ্চয়ই এক অকল্পনীয় অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত এবং গোটা বিশ্ব এই অন্ধকার সময়ে তাঁদের পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে। এই নৃশংস প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করছি এবং ন্যায়বিচারের জন্য প্রার্থনা করছি।’’
প্রাক্তন বিসিসিআই প্রধান সৌরভ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পহেলগাঁওয়ে প্রাণ হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। ভারত সরকারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কাউকে রেহাই দেওয়া হবে না।’’ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর হত্যাকাণ্ডের কড়া নিন্দা করে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। দোষীদের উপযুক্ত জবাব দেবে ভারত।’’ মর্মান্তিক ঘটনায় রীতিমতো ফুঁসছেন মহম্মদ সিরাজ। ভারতীয় পেসার পোস্টে লিখেছেন, ‘‘পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা শুনে স্তম্ভিত। ধর্মের নামে নিরীহ মানুষকে বেছে বেছে হত্যা করা শয়তানের কাজ। এদের কোনও ধর্ম নেই। এ কী ধরনের লড়াই, যেখানে মানুষের জীবনের কোনও মূল্য নেই! আশা করি, জঙ্গিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। কোনও ক্ষমার জায়গা নেই।’’ জঙ্গি হামলার ঘটনায় সোচ্চার হয়েছেন যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, শুভমন গিল, কেএল রাহুলরাও।

Latest article