বরাত জোরে কাশ্মীরে প্রাণে বাঁচলেন বারাসতের দম্পতি

কিন্তু সেই মুহূর্তের কথা মনে পড়লেই এখনও শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে তাঁদের। যদিও এখনও বাড়ি ফিরতে পারেননি তাঁরা।

Must read

সংবাদদাতা, বারাসত : স্বপ্নের ভূস্বর্গ যেন আতঙ্কের আর-এক নাম! ঘুরতে গিয়ে সেখানে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলার তিন পর্যটক। এর মধ্যেই মৃত্যু উপত্যকা থেকে ফিরে ভগবানকে ধন্যবাদ জানালেন বারাসতের বাগচী-দম্পতি। কয়েক মুহূর্তের ব্যবধানে প্রাণ নিয়ে ফিরলেন তাঁরা। কিন্তু সেই মুহূর্তের কথা মনে পড়লেই এখনও শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে তাঁদের। যদিও এখনও বাড়ি ফিরতে পারেননি তাঁরা।

আরও পড়ুন-দুঃসময়েও ধোনির উপর আস্থা অটুট সিএসকের

দম্পতি জানাচ্ছেন, সামান্য সময়ের বিলম্ব হলেই বাঁচার সম্ভাবনা ছিল না। ভাবলেই রক্তহিম হয়ে যাচ্ছে বারাসতের নবপল্লির বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচী, তাঁর স্বামী ও অন্য দুজনের। দিন কয়েক আগেই ছুটি কাটাতে কাশ্মীর যান শান্তনু বাগচী, নবনীতা এবং নবনীতার ছোটবেলার বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তাঁর স্বামী সত্যব্রত। সেদিনের অভিজ্ঞতা বলতে গিয়ে বারবার গলা কেঁপেছে নবনীতার। বলছেন, ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন। চারজনই এখন সুরক্ষিত। যদিও তাঁরা কাশ্মীরে আটকে আছেন। বাড়িতে থাকা আত্মীয় পরিজনের মনে এখনও উদ্বেগ। তবে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছে পরিবার। দম্পতির পুত্র অনুভবের কথায়, ভাগ্যের জোরে তার বাবা-মা বেঁচে ফিরছেন।

Latest article