বৈষম্য, রাজ্যের কলেজকে বঞ্চনায় কড়া নিন্দা ব্রাত্যর

এবার আরও একবার তাদের একচোখা বিচারের শিকার হল বাংলা। এক্স হ্যান্ডেলে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি তুলে ধরেন।

Must read

প্রতিবেদন : শিক্ষা থেকে স্বাস্থ্য, একশো দিনের কাজ থেকে আবাসের বাড়ি— সবেতেই কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। এবার আরও একবার তাদের একচোখা বিচারের শিকার হল বাংলা। এক্স হ্যান্ডেলে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন-রাজ্যপালকে দেখে এলেন মুখ্যমন্ত্রী

লেখেন, পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটেড ইনোভেশন অ্যান্ড রিসার্চ প্রোগ্রামের যোগ্যতার মানদণ্ড অনুসারে, আমাদের রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হাব ও স্পোক ইনস্টিটিউশন হওয়ার যোগ্য। তবুও কোনও বিশ্ববিদ্যালয়কেই সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক মনোভাবের তীব্র নিন্দা জানাই। কেন্দ্রের এই তালিকায় রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপার, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর-সহ অন্যান্য প্রতিষ্ঠান। বেশিরভাগ ইউনিভার্সিটিই বিজেপিশাসিত রাজ্যে। একইভাবে স্পোক ইনস্টিটিউশনগুলিও বিজেপিশাসিত রাজ্যেই।

Latest article