২২ লক্ষ ওএমআর প্রকাশ নয় এখনই এসএসসিকে জানিয়ে দিল হাইকোর্ট

পাশাপাশি সুপ্রিমকোর্টের কাছে এখনো এই মামলা বিচারাধীন রয়েছে। সেখানে হাইকোর্টের কি এক্তিয়ার আছে এই মামলার শুনানি করার?

Must read

প্রতিবেদন : হাইকোর্টে স্বস্তি পেল এসএসসি এবং পর্ষদ। ২২ লাখ ওএমআর এখনই প্রকাশ করতে হবে না কমিশনকে। বেতন ফেরত নিয়েও আইনি প্রশ্নে ঝুলে রইল হাইকোর্টে মামলা। আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে। হাইকোর্ট না সুপ্রিম কোর্টে?এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্ট আদৌ শুনতে পারে কিনা সেই প্রশ্ন তুললেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। তাদের বক্তব্য সুপ্রিমকোর্ট হাইকোর্টের নির্দেশে সংশোধন করেছে। পাশাপাশি সুপ্রিমকোর্টের কাছে এখনো এই মামলা বিচারাধীন রয়েছে। সেখানে হাইকোর্টের কি এক্তিয়ার আছে এই মামলার শুনানি করার?

আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত দাবি সাংসদ সাগরিকার

বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, তারা রেফারেন্স হিসাবে অন্যান্য আদালতের নির্দেশের কপি দিয়ে দেখাবেন কলকাতা হাইকোর্ট এই মামলা কিছু কিছু অংশে বিশেষত যেগুলো সুপ্রিমকোর্ট সংশোধন করেনি সেগুলোতে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার নির্দেশ পালন করছে কিনা তা খতিয়ে দেখতে পারে।আগামী সোমবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রয়োজনীয় নির্দেশের কপি আদালতকে দেবেন বলে জানিয়েছেন। ঐদিন ফের শুনানি।
উল্লেখ্য ২৫৭৫২ জনের চাকরি বাতিল মামলায় বঞ্চিত চাকরিপ্রার্থীরা অযোগ্যদের বেতন ফেরত ও সমস্ত ওএমআর সিট প্রকাশ করার দাবি জানিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন।

Latest article