প্রতিবেদন : কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিরা কোন পথে এসেছিল? এ নিয়ে মন্তব্য–– পালটা বয়ানে বিভ্রান্তি তৈরি হয়েছে৷ স্বভাবতই প্রশ্ন উঠছে, কোন ঘটনাটি আসল ঘটনা? আক্রান্তদের মধ্যে অনেকেই বলেছেন, জঙ্গিরা জঙ্গল পেরিয়ে তাঁদের কাছে এসে পরিচয় জিজ্ঞাসা করে খুন করেছে৷ মঙ্গলবার হাড়হিম করা ঘটনার পর থেকে আক্রান্তদের পরিবারের সদস্যরা অনেকেই এই অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমে বলেছেন৷
আরও পড়ুন-২২ লক্ষ ওএমআর প্রকাশ নয় এখনই এসএসসিকে জানিয়ে দিল হাইকোর্ট
এটা যেমন একদিকের কথা, তেমনি বেশ কিছু প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে বলছেন, তাঁরা জঙ্গিদের দেখতেই পাননি৷ গভীর জঙ্গলে গাছের আড়াল থেকে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে৷ ফলে কারা আক্রমণ করেছে তা বোঝার আগেই অনেকের মৃত্যু হয়েছে৷ অনেকেই আহত৷ আবার অনেকেই পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন৷ এই মন্তব্যগুলি সামনে আসার পরেই প্রশ্ন উঠেছে তাহলে জঙ্গিদের বাছাই করে খুন করার কথা যে বলা হয়েছে সেই তত্ত্বকে বিরোধিতা করছে৷ গোটা বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে৷ এই ধোঁয়াশা বা বিভ্রান্তি কাটাতে হবে কেন্দ্রকে, স্বরাষ্ট্রমন্ত্রককে৷ দুই বিবৃতির মাঝে যেন প্রকৃত ঘটনা চাপা পড়ে না যায়