জঙ্গিহানার নিন্দা ও শোক সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ এক প্রস্তাবে জানিয়েছে— এই অন্ধকারাচ্ছন্ন সহিংসতা আমাদের জাতীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে।

Must read

প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাল সুপ্রিম কোর্ট। এই হামলায় ২৬ জন প্রাণ হারান, যাঁদের মধ্যে একজন বাদে সকলেই ছিলেন কাশ্মীর ঘুরতে আসা নিরীহ পর্যটক। শীর্ষ আদালত এই হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী কার্যকলাপ বলে উল্লেখ করে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন-দুই বিবৃতি, কোনটা আসল?

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ এক প্রস্তাবে জানিয়েছে— এই অন্ধকারাচ্ছন্ন সহিংসতা আমাদের জাতীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে। এটি সন্ত্রাসবাদের নিষ্ঠুরতা ও অমানবিকতার নির্মম প্রমাণ। এই ধরনের ঘটনা আমাদের মানবতার মূল আদর্শকে গভীরভাবে আঘাত করে। শোকপ্রস্তাবে আরও বলা হয়েছে, ভারতের শীর্ষ আদালত নির্মমভাবে এবং অকালে নিহত নিরীহ প্রাণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। সেইসঙ্গে শোকাহত পরিবারগুলির প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা। আমরা কামনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নিহতদের আত্মা চির শান্তিতে থাকুক। এই অপূরণীয় শোকের মুহূর্তে পুরো জাতি ভুক্তভোগীদের পাশে রয়েছে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের লক্ষ্য করে সংঘটিত এই হামলাকে জীবনের পবিত্রতা ও মানবতার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে বলেছে, এই বর্বরোচিত হামলা ভারতীয় মূল্যবোধের পরিপন্থী এবং এটি সর্বতোভাবে নিন্দনীয়। সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও রেজিস্ট্রি বিভাগের কর্মীরা নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনও হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। তারা জানায়, ভুক্তভোগীদের এবং জম্মু ও কাশ্মীরের জনগণের পাশে আছে তারা। অ্যাসোসিয়েশনের বক্তব্য— আমাদের আন্তরিক প্রার্থনা, দেশে যেন শান্তি, ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে, যাতে আমরা সবাই মিলে ভ্রাতৃত্ব ও শক্তির মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে পারি। এই ঘটনার প্রতিবাদে বুধবার প্রায় ৩০০ আইনজীবী সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে সাদা ফিতে পরে সমবেদনা জানান এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Latest article