উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ জওয়ান

Must read

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। এরপরই উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গি নিকেশ অভিযানে নেমেছে কাশ্মীর পুলিশ এবং সেনা। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের উধমপুরে চলছিল সেনা-জঙ্গির গুলির লড়াই। সেই সংঘর্ষেই শহিদ হলেন এক জওয়ান (Jawan killed)।

আরও পড়ুন- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের! পাক কূটনীতিককে ভারত ছাড়ার নোটিশ

২ জঙ্গি উধমপুরের লুকিয়ে থাকার খবর আগেই পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তারপরেই শুরু হয় অভিযান। উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই প্রাণ গিয়েছে এক জওয়ানের (Jawan killed)। এখনও তল্লাশি অভিযান চলেছে।

Latest article