পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। এরপরই উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গি নিকেশ অভিযানে নেমেছে কাশ্মীর পুলিশ এবং সেনা। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের উধমপুরে চলছিল সেনা-জঙ্গির গুলির লড়াই। সেই সংঘর্ষেই শহিদ হলেন এক জওয়ান (Jawan killed)।
আরও পড়ুন- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের! পাক কূটনীতিককে ভারত ছাড়ার নোটিশ
২ জঙ্গি উধমপুরের লুকিয়ে থাকার খবর আগেই পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তারপরেই শুরু হয় অভিযান। উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই প্রাণ গিয়েছে এক জওয়ানের (Jawan killed)। এখনও তল্লাশি অভিযান চলেছে।