যেকোন ঘটনা নিয়েই মাথাচাড়া দিয়ে উঠছে হোয়াটস্যাপ বা ফেসবুক ইউনিভার্সিটি। কিন্তু এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গের পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব ভুয়ো পরিচয়ের প্রোফাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের তরফে এদিন এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ”কিছু ভুয়ো প্রোফাইল এই মুহূর্তে নিজেদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করছে এবং জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করে নিজেদের অবস্থান বোঝাচ্ছে। এই ধরণের সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, এবং আরও অনেক অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করছি যে, এমন কোনও উস্কানিমূলক বার্তা শেয়ার বা ফরোয়ার্ড করবেন না যা মানুষের মধ্যে অবিশ্বাস ও ঘৃণা ছড়ায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে।”
ওয়াকফের প্রতিবাদ নিয়ে কিছুদিন আগে পর্যন্ত অত্যন্ত উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ। অনেকেই ঘরছাড়া। এই অশান্তির সুযোগ নিয়েই অনেকে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়াচ্ছেন। এই প্রোফাইলগুলো শুধুমাত্র ভুয়ো পরিচয় তৈরি করে থেমে থাকছে না, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য ছড়িয়ে দিচ্ছে যার ফলে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে । এই ধরনের কাজ সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রদায়গত ঐক্যকে বিঘ্নিত করা তো বটেই সেই সঙ্গে দেশের আইন ও সংবিধানকেও চ্যালেঞ্জ করছে।
এই পরিপ্রেক্ষিতেই পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে যেকোন ধরনের উস্কানিমূলক বার্তা থেকে দূরে থাকতে। রাজ্য পুলিশ জনগণের প্রতি আবেদন জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে সক্রিয় ভূমিকা নিতে। সন্দেহজনক প্রোফাইল চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
Beware of Fake Profiles
It has come to our attention that some fake profiles on Facebook and other social media platforms are claiming to be residents of Murshidabad by mentioning various locations within the district. These profiles are spreading anti-national comments and…
— West Bengal Police (@WBPolice) April 24, 2025