বিরোধী দলনেতার ভাষায় জিও ফাইবার হয়ে গেল ‘ন্যানো বিম’, বারুইপুরে জঙ্গি কার্যকলাপের দাবি নস্যাৎ করে দিল পুলিশ

তারা বিষ্ণুপুরে ব্লকে একটি নয় একর জায়গা কেনেন মাছ চাষ করার জন্য। এই ব্যবসার কারণেই বারুইপুরের এই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয়।

Must read

শুভেন্দু অধিকারীর টুইট যে নিতান্তই ভাঁওতা ও অপপ্রচার ছাড়া কিছুই না সেটা আরও একবার প্রমাণিত। বিরোধী দলনেতা আজ নিজের সমাজমাধ্যমে একটি ছবি দিয়ে দাবি করেছেন, বারুইপুরে (Baruipur) দুজন কাশ্মীরি যুবক জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। তারা বারুইপুরের এক আবাসনের ছাদে বিশেষ এন্টেনা বসিয়ে নেটওয়ার্ক বানিয়েছেন বলেও দাবি করেন তিনি। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন দাবি নস্যাৎ করে দিল পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালী আজ, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানান, যাদের কথা বলে হয়েছে, তারা প্রথমত কাশ্মীরি নন, তারা মধ্যপ্রদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে তাদের মধ্যে কোন সন্দেহজনক বিষয়ের প্রমাণ মেলেনি। তাঁরা ব্যবসার কাজে কয়েকদিন ধরে বারুইপুরে এসে রয়েছেন। বাড়ির ছাদে বসানো এন্টেনা ইন্টারনেটের জন্য। ইন্টারনেটের জন্য যে অ্যান্টোনা বসানো হয়েছে সেটা জিও ফাইবার। এদের একজনের নাম শিবা অপরজনের নাম রেবা। এক বছর আগে তারা কলকাতায় আসেন। তাদের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর অপরজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট। ২০১৬ সালে ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে ব্যবসার কাজের জন্য কলকাতায় আসেন। তারা এপ্রিল ২০২৫ এ একটি দুই কামরার অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন বারুইপুরে। তারা বিষ্ণুপুরে ব্লকে একটি নয় একর জায়গা কেনেন মাছ চাষ করার জন্য। এই ব্যবসার কারণেই বারুইপুরের এই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয়।

আরও পড়ুন-সল্টলেকে গভীররাতে বাড়ির মেন গেটের তালা ভেঙে ভয়াবহ ডাকাতি

এই মর্মে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি দলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, ”পুরো তার কেটে গেছে লোকটার! ওকে নাকি কে খবর দিয়েছে যে দুজন কাশ্মীরের লোক বারুইপুরের এই ঠিকানায় থাকছে। তারা নাকি ন্যানো বিম ইন্সটল করেছে!! প্রথমত কাশ্মীর ভারতের অংশ। একজন কাশ্মীরি দেশের অন্য কোনো প্রান্তে থাকা কোনো অপরাধ নয়। বরং যারা এটাতে নাক উঁচু করছেন তারা পাকিস্তানের দাবীকেই মান্যতা দিচ্ছেন… যাই হোক… আসল কথায় ফিরি…
ন্যানো বিম কী? ন্যানো বিম হল এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে অনেক দূরে পয়েন্ট টু পয়েন্ট কন্টাক্ট এস্ট্যাবলিশ করা যায় কোনো নেটওয়ার্ক প্রোভাইডার ছাড়াই। এগুলো সাধারণত অপরাধীরা ব্যবহার করে থাকে, নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য। কিন্তু শুভেন্দু বাবু এটা কিসের ছবি দিয়েছে জানেন? হাসবেন না বলুন? ন্যানো বিম বলে যেটার ছবি দিয়েছে ওটা জিও ফাইবার প্লাসের ইন্টারনেট রিসিভার 😂😂😂”

Latest article