সর্বদল, প্রশ্ন তুলল তৃণমূল

এক্ষেত্রে যেটা হচ্ছে, তাকে সর্বদলীয় বৈঠক বলা যায় না। এটা আসলে সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

Must read

প্রতিবেদন : পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে যে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র, তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাদের প্রশ্ন, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বদলীয় বৈঠক বিভিন্ন দলের সুপ্রিমোদের (Supremo) ছাড়া সম্ভব হয় কীভাবে? তৃণমূলের বক্তব্য, এই বৈঠকে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর দরকার ছিল। কিন্তু তা করা হয়নি।

আরও পড়ুন-প্রতিবাদ করতে গিয়ে গদ্দারের মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান!

এক্ষেত্রে যেটা হচ্ছে, তাকে সর্বদলীয় বৈঠক বলা যায় না। এটা আসলে সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। দলের প্রশ্ন, প্রধানমন্ত্রী এই বৈঠকে থাকছেন না কেন? উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের অ্যানেক্সচার বিল্ডিংয়ে শুরু হয়েছে এই বৈঠক।

Latest article