জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী স্নেহাশিস ও সুজিত

Must read

সংবাদদাতা, দিঘা : জগন্নাথ মন্দিরের (digha jagannath temple) শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দিঘায় উপস্থিত হলেন রাজ্যের দুই মন্ত্রী। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও দমকল মন্ত্রী সুজিত বসু এদিন জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। উদ্বোধনের সঠিক পরিকাঠামো রয়েছে কিনা এবং সুরক্ষা ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখান তাঁরা। ইতিমধ্যে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পরিবহন দফতরের তরফ থেকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে দিঘায়। যজ্ঞের দিন এবং উদ্বোধনের দিন যাতে কোনও রকম যানজট না হয় সে ব্যাপারে স্থানীয় অধিকারিকদের নিয়ে বৈঠক করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস। ইতিমধ্যে উদ্বোধনের সুরক্ষা নিশ্চিত করতে দমকল বিভাগের তরফে ১৫টি ইঞ্জিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুজিত বেশ কয়েক ঘণ্টা দমকল আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এরপর সরাসরি জগন্নাথ মন্দিরে গিয়ে ইমারজেন্সি এক্সিট পয়েন্ট সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। দুই মন্ত্রীর সফরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় প্রমুখ। জগন্নাথ মন্দিরের প্রস্তুতিকে কেন্দ্র করে এই বৈঠক। ইতিমধ্যে নতুন একটি স্নানঘাট তৈরি হয়েছে পুরনো জগন্নাথ মন্দির (digha jagannath temple) তথা নতুন মাসির বাড়ির কাছে। সেই ঘাটে বাড়তি নজরদারির ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন-সর্বদল, প্রশ্ন তুলল তৃণমূল

Latest article