প্রতিবেদন : তীব্র গরমে কাজ করতে গিয়ে শ্রমিকরা (Worker) যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য। কাজের সময় পরিবর্তন করার পরিকল্পনা চলছে। পর্যাপ্ত জল রাখা হচ্ছে কর্মস্থলে। কারখানার যে অংশে শ্রমিকরা নিয়মিত কাজ করেন, সেই জায়গা যাতে অতিরিক্ত গরম হয়ে না যায়, বায়ু চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। নির্মাণ শ্রমিকদের হাতের কাছে রাখা হচ্ছে আইস প্যাক। কোনও শ্রমিক (Worker) গরমে আচমকা অসুস্থ হয়ে পড়লে যাতে প্রাথমিক চিকিৎসা করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম রাখা হচ্ছে হাতের কাছে। নির্মাণশিল্প ও ইটভাটার শ্রমিকদের প্রতিও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, ‘গরমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সুস্থ রাখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য। শুধু এ রাজ্যেই নয়, সম্প্রতি দেশের বহু জায়গায় শুরু হয়েছে তাপপ্রবাহ। আর সেই বিষয়ে সতর্ক করতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কেউ এলে দ্রুত চিকিৎসা শুরু করতে বলা হয়েছে।
আরও পড়ুন-জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী স্নেহাশিস ও সুজিত