পহেলগাঁওয়ে হামলার পর এবার জম্মু-কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LoC) থেকে গুলি পাকিস্তানি সেনার। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর গুলি ছুঁড়তে থাকে পাক সেনা। শুক্রবার LoC-র একাধিক জায়গায় পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রচেষ্টা। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরেই নতুন সমস্যা তৈরি।
আরও পড়ুন- ভাষণে আসন বাড়াতে গিয়ে আসলে বাড়ছে অপশাসন
শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর শ্রীনগর এবং উধমপুর সফরের ঠিক আগেই ঘটল এই ঘটনা। আজ কাশ্মীর উপত্যকায় নিযুক্ত ঊর্ধ্বতন সেনা কমান্ডার এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার আধিকারিকদের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণ কি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে?