পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে একাধিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই স্পর্শকাতর পরিস্থিতির বিরাট প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। বেলা গড়াতেই সেনসেক্স পড়ে গিয়েছিল প্রায় ১৩০০ পয়েন্ট। নিফটিও পড়ে যায় প্রায় ৪০০ পয়েন্ট।
আরও পড়ুন-বন্দিপোরায় সেনার গুলিতে নিকেশ শীর্ষ লস্কর কমান্ডার, আহত ২ জওয়ান
সেনসেক্স ও নিফটির সূচক হু হু করে পরে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপগুলি। প্রায় ৩ শতাংশ কমে গিয়েছে তাদের শেয়ারের মূল্য। সবমিলিয়ে ভারতের বাজারে কমপক্ষে ১০ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। শুক্রবার শেয়ার বাজারে ধসের কারণ হিসেবে বিশ্লেষকরা পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকেই দায়ী করছেন।