গীতার শ্লোক বলে ১৮ মাসের কন্যার নাম ইন্ডিয়া বুকে

যে বয়সে অনেক শিশু কথা বলতেই শেখে না, সেই বয়সেই অনায়াসে আধো আধো গলায় মিষ্টি করে মুখস্থ বলছে গীতার শ্লোক থেকে সরস্বতী বন্দনা-সহ অনেক কিছুই

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: যে বয়সে অনেক শিশু কথা বলতেই শেখে না, সেই বয়সেই অনায়াসে আধো আধো গলায় মিষ্টি করে মুখস্থ বলছে গীতার শ্লোক থেকে সরস্বতী বন্দনা-সহ অনেক কিছুই। এর পাশাপাশি ছবি দেখেই সে বলতে পারে পশু পাখির নাম। তবে বনের পশু পাখিদের সে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে কাউকে হাতি দাদা, বাঘ মামা ও ময়ূর পিসি বলে ডাকতে ভালবাসে ছোট্ট সাত্বিকা বিষয়ই। তার এই বিশেষ প্রতিভার জন্য ইতিমধ্যেই তার তুলে ফেলেছে নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। তার এই প্রতিভায় খুশি পরিবারের সকলেই। বাবা-মায়ের সঙ্গে থাকে খুব সুন্দর জঙ্গল ঘেরা জলদাপাড়া জাতীয় উদ্যানের সরকারি আবাসনে। তার বাবা বন বিভাগের একজন আধিকারিক। মা শিক্ষিকা।

আরও পড়ুন-বিকাশের গুন্ডারা মাথা ফাটাল প্রতিবাদীদের

মা স্বাগতা বলেন, আমাদের মেয়ে ছোটবেলা থেকে প্রকৃতির মাঝে বড় হয়েছে, প্রকৃতির প্রতি ওর খুব ভালবাসা। আর আমরা স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করি, তাই ওর দিদিমার কাছেই দিনের বেশিরভাগ সময় থাকে সাত্বিকা। মেয়ের এই বিশেষ প্রতিভার জন্য মা হিসেবে গর্ব অনুভব করি। মেয়ের এই প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করি। ওই সংস্থার পক্ষ থেকে মেয়ের এইসব কর্মকাণ্ডের কিছু ভিডিও চাওয়া হয়। আমরা ভিডিও পাঠাই। সংস্থার কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে মেয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলতে পেরেছে। আমরা চাই ও বড় হয়ে মানুষের মতো মানুষ হোক।

Latest article