পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলাই উচিত নয়: সৌরভ

আইসিসি ইভেন্টে নক আউটে দুই প্রতিবেশী দেশের দেখা হলে সেটাকে এড়ানো হয়তো যাবে না। তবে গ্রুপ পর্যায়ে পাকিস্তানকে এড়িয়ে যেতে চায় ভারত।

Must read

মুম্বই, ২৬ এপ্রিল : দ্বিপাক্ষিক সিরিজ আগেই বন্ধ ছিল। পহেলগাঁও-কাণ্ডের জেরে তা আপাতত চালু হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। তবে এবার আরও বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই। জানা গিয়েছে, আগামী দিনে আইসিসি প্রতিযোগিতায় ভারত এবং পাকিস্তানকে যাতে এক গ্রুপে না রাখা হয়, সেই মর্মে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি দিতে চাইছে বোর্ড।

আরও পড়ুন-জিরো টলারেন্স: ৩২ প্রাণের বিনিময়ে টনক নড়ল কেন্দ্রের

সূত্রের খবর, অদূর ভবিষ্যতে কোনওভাবেই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ভারত। আইসিসি ইভেন্টে নক আউটে দুই প্রতিবেশী দেশের দেখা হলে সেটাকে এড়ানো হয়তো যাবে না। তবে গ্রুপ পর্যায়ে পাকিস্তানকে এড়িয়ে যেতে চায় ভারত। সেই কারণে আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানকে যাতে এক গ্রুপে না রাখা হয় তা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই। একান্তই যদি নক আউট পর্বে দুই দলের দেখা হয়ে যায়, সেটা তখনকার পরিস্থিতি নিয়ে ভাবা যাবে। তবে বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, এই প্রসঙ্গে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রাক্তন ভারত অধিনায়কের সাফ কথা, সন্ত্রাস ও খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। সৌরভের বক্তব্য, ‘‘প্রতি বছরেই একই ঘটনা ঘটছে। এটা আর সহ্য করা যাচ্ছে না।’’ প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট আরও যোগ করেছেন, ‘‘পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা হোক। ১০০ শতাংশ এটা হওয়া উচিত। সন্ত্রাসবাদ আর বরদাস্ত করা যাচ্ছে না। এবার কড়া পদক্ষেপ নিতেই হবে। বোর্ড যদি আইসিসিকে এই নিয়ে কোনও চিঠি দিয়ে থাকে, তাহলে ঠিকই করেছে।’’ আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-২০ বিশ্বকাপের আয়োজক। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইব্রিড মডেলেই হবে বিশ্বকাপ। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সমস্যা তৈরি হতে পারে এবারের এশিয়া কাপ নিয়ে। আগামী মাসেই এশিয়া কাপের ড্র হওয়ার কথা। টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

Latest article