ছন্দে ফেরা মুম্বইয়ের সামনে আজ লখনউ

শুরুর ব্যর্থতা ঝেড়ে ফেলে ছন্দে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন হার্দিক পান্ডিয়ারা।

Must read

মুম্বই, ২৭ এপ্রিল : শুরুর ব্যর্থতা ঝেড়ে ফেলে ছন্দে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন হার্দিক পান্ডিয়ারা। বাড়তি পাওনা রোহিত শর্মার ফর্মে ফেরা। শেষ দুটো ম্যাচেই ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান। এই পরিস্থিতিতে রবিবার ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে মুম্বই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রয়েছেন হার্দিকরা। অন্যদিকে, সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও, নেট রানরেটে পিছিয়ে থাকার সুবাদে ছ’নম্বরে রয়েছে লখনউ। শেষ ম্যাচে হেরেছেন ঋষভ পন্থরা। তাই রবিবারের ম্যাচটা লখনউয়ের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আগে অধিনায়ক পন্থের ফর্ম নিয়ে রীতিমতো চাপে রয়েছে লখনউ শিবির।

আরও পড়ুন-পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলাই উচিত নয়: সৌরভ

নিলামে পন্থকে ২৭ কোটিতে কিনেছিল লখনউ। কিন্তু টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ১০৬ রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি একটি। নিজের ফর্ম নিয়ে এতটাই অস্বস্তিতে রয়েছেন যে, ব্যাটিং অর্ডারে নিজেকে ছ’-সাত নম্বরে নামিয়ে এনেছেন। তবে ভরসা দিচ্ছেন নিকোলাস পুরান। ৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৭৭ রান। পিছিয়ে নেই আরেক বিদেশি তারকা মিচেল মার্শও। তিনি ৮ ম্যাচে করেছেন ৩৪৪ রান। আরেক বিদেশি এইডেন মার্করাম করেছেন ৯ ম্যাচে ৩২৬। লখনউ ব্যাটিং পুরোপুরি এই তিনজনের উপর নির্ভরশীল। অন্যদিকে, রোহিত, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিকদের মতো বিধ্বংসী ব্যাটার রয়েছে মুম্বই শিবিরে। রয়েছেন মিচেল স্যান্টনারের মতো অলরাউন্ডার। বোলিংয়ে মুম্বইয়ের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। স্লগ ওভারে তাঁর বলে রান তুলতে হিমশিম খাচ্ছেন বিপক্ষ ব্যাটাররা। এছাড়া নতুন বলে উইকেট তুলছেন দীপক চাহার, ট্রেন্ট বোল্টরা। সব মিলিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ফের চেনা মেজাজে।

Latest article