কোটলার ২২ গজে বিরাট-রাহুল দ্বৈরথ

এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে আরসিবি। সব থেকে বড় কথা, এই ম্যাচটা যে দল জিতবে, তারা প্লে-অফের ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।

Must read

নয়াদিল্লি, ২৭ এপ্রিল : রবিবার কোটলার ২২ গজে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে আরসিবি। সব থেকে বড় কথা, এই ম্যাচটা যে দল জিতবে, তারা প্লে-অফের ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।

আরও পড়ুন-পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলাই উচিত নয়: সৌরভ

তবে এই ম্যাচটাকে বিশেষজ্ঞরা আবার চিহ্নিত করছেন বিরাট কোহলি বনাম কে এল রাহুলের দ্বৈরথ হিসাবে। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে কিং কোহলি। ৯ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ মোট ৩৯২ রান করেছেন। পিছিয়ে নেই রাহুলও। ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩২৩ রান। হাফ সেঞ্চুরি তিনটি। এছাড়া দুই শিবিরের দুই অস্ট্রেলীয় পেসারের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। দিল্লির মিচেল স্টার্ক ৮ ম্যাচে ১১ উইকেট দখল করেছেন। অন্যদিকে, আরসিবির জস হ্যাজলউডও দারুণ ছন্দে। আগের ম্যাচেই সেরা হয়েছেন তিনি। ৯ ম্যাচে হ্যাজলউডের শিকার ১৬ উইকেট।
আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপকে কড়া পরীক্ষার মুখে ফেলতে পারেন কুলদীপ যাদবও। দিল্লির বাঁ হাতি রিস্ট স্পিনার ইতিমধ্যেই ঝুলিতে ১২ উইকেট পুরেছেন। মাঝের ওভারগুলোও নিয়মিত উইকেট নিচ্ছেন কুলদীপ। স্টার্কের কাজ আবার হবে দ্রুত বিরাট ও ফিল সল্টের জুটি ভাঙা। দিল্লির ব্যাটিং আবার ভীষণ ভাবে রাহুল নির্ভর। অভিষেক পোড়েল, করুণ নায়ার, ট্রিস্টান স্টাবসরা রান পেলেও, ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। এদিকে, হ্যাজলউড ছাড়াও ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়া, যশ দয়ালদের মতো পোড়খাওয়া বোলার রয়েছে আরসিবিতে।

Latest article