প্রতিবেদন: পহেলগাঁওয়ে (Pahalgam) নৃশংস হত্যালীলায় সন্ত্রাসবাদীদের নির্লজ্জভাবে মদত দিয়েই থেমে থাকেনি পাকিস্তান। তার কয়েকঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েই যাচ্ছে পাকসেনা। বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার রাতেও। কিন্তু ভারতে অস্থিরতা তৈরি করতে গিয়ে তারা সামলাতে পারছে না নিজেদের ঘরই। ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বালুচিস্তান। শুক্রবার রাতে পাকসেনার কনভয়ে হামলা চালাল বালুচ বিদ্রোহীরা। আইডি বিস্ফোরণে তারা উড়িয়ে দিল পাকসেনার আস্ত একটি ট্রাকই। ঘটনাস্থলেই প্রাণ গেল ১০ পাকসেনার। রিমোট কন্ট্রোলে এই অপারেশন চালায় স্বাধীনতাকামী বিদ্রোহীরা। এই ঘটনার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি।
আরও পড়ুন-চরম অসভ্যতা পাক কূটনীতিকের ভারতীয়দের গলা কাটার ইঙ্গিত
সংগঠনের মুখপাত্র জিয়াঁদ বালুচের হুঁশিয়ারি, আগামী দিনে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে তাঁদের লড়াই আরও জোরদার করা হবে। চালানো হবে ভয়াবহ অপারেশন। লক্ষণীয়, এই নিয়ে পরপর দু’দিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাল বিএলএ। বৃহস্পতিবারই বালুচিস্তানের অন্য একটি জায়গায় ৭ পাকিস্তানি সেনাকে খতম করেছিল বিদ্রোহী বালুচরা। আরও একটি হামলায় গুরুতর জখম হয়েছিল ৪ পাকসেনা। জামুরান, কুলওয়া এবং কালাত জেলায় এই হামলার ঘটনাগুলি ঘটে। কয়েকটি জায়গায় পাক সেনার সিকিউরিটি আউটপোস্টেরও দখল নেয় বালুচ বিদ্রোহীরা। বিএলএ-র পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, স্বাধীনতা সংগ্রামের পথ থেকে আমরা সরছি না। সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব শত্রুর বিরুদ্ধে।