নীলাঞ্জন ভট্টাচার্য : তিনি কলকাতার প্রাক্তন মেয়র। সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। আসন্ন পুরভোটে ফের ৮২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি ফিরহাদ হাকিম। প্রশাসক হিসেবে সুনামের পাশাপাশি সারা বছর জনসংযোগে তিনি পিছনে ফেলেছেন অনেককেই।
আরও পড়ুন-কলকাতা পুরশ্রী বিবর্ধন কথা
শনিবার সাতসকালেই বেরিয়ে পড়েছিলেন জনসংযোগে। নিজের ৮২ নম্বর ওয়ার্ডকে চেনেন হাতের তালুর মতোই। চারবার ওই ওয়ার্ড থেকে জিতে পুরসভার কাউন্সলর। ফের সেখানেই প্রার্থী। ‘হোম ম্যাচ’-এ তাই জয় নিয়ে কোনও সংশয়ে নেই পুরভোটে তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট প্রার্থী। এদিন চেতলার লকগেট এলাকার বিভিন্ন রাস্তায় হেঁটে জনসংযোগ সারলেন ফিরহাদ হাকিম। নিজের ওয়ার্ডের মানুষের সুবিধা-অসুবিধা, সব কিছুর খোঁজ রাখেন নিয়মিত।
আরও পড়ুন-এ টক টু ববি হাকিম
প্রচারে বেরিয়ে বললেন, আমি ৮২ নম্বর ওয়ার্ডের চারবারের কাউন্সিলর। এবার নিয়ে পাঁচবার হতে চলেছি। আমার এলাকায় সব কাজ হয়ে গিয়েছে। এসব জায়গা আমার ছোটবেলা থেকেই চেনা। তাই এখানে জয় নিয়ে ভাবছি না। দুঃখ একটাই, এই এলাকায় একটা ফ্লাইওভার করার চেষ্টা করছি। ১৮ নম্বর বাসস্ট্যান্ড থেকে নিউ আলিপুর স্টেশন পর্যন্ত। কিন্তু গত দশ বছরেও তা করতে পারলাম না। কেএমডিএ টেন্ডারও করে দিয়েছিল। প্রথমে রেল অনুমতি দিল।
কিন্তু পরে আবার তা ফিরিয়েও নিল। কেন্দ্রের অনুমতি না পেলে ওটা করা যাবে না। কেন্দ্রীয় সরকারের বাধায় দশ বছর ধরে এটা আটকে রয়েছে। কেন্দ্রে আমরা সরকারে না এলে মনে হয় এটা করা যাবে না। তবে এর জন্য আমার লড়াই জারি থাকবে। এবার জিতে আমি এই ফ্লাইওভার করার চেষ্টা করব।