দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃ.ত ৬

জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।

Must read

শনিবার সকালে হরিয়ানার (Haryana) নুহ জেলার ফিরোজপুর ঝিরকা এলাকার ইব্রাহিম বস গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছ’জন সাফাইকর্মীর। জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা চলছে। শনিবার সকালে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ধারে ওই সাফাইকর্মীরা একটি অংশ পরিষ্কার করছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এসে তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের আর তারা সকলেই মহিলা। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি খেরি কালান গ্রামে, আর এক জন ঝিমরাওয়াত গ্রামে থাকেন। আরও পাঁচ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুন-মধ্যরাতে মুম্বইয়ের ইডি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ ওই শ্রমিকেরা এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। হঠাৎ করেই একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ছুটে এসে তাঁদের ধাক্কা মারে। অবস্থা বুঝে ভ্যান ফেলে রেখে এলাকা ছেড়ে পালিয়ে যান ভ্যানচালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু ঠিক কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। ফিরোজপুর ঝিরকার ডিএসপি এই মর্মে জানিয়েছেন, পুলিশ নিহতদের দেহ উদ্ধার করেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঠিক ক্রম নির্ধারণের জন্য সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। সমস্ত দিকই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে বলেই জানা গিয়েছে পুলিশের তরফে।

Latest article