আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে একট বেসরকারি লজে অনুষ্ঠিত হল গ্রামীণ ব্যাঙ্ককর্মীদের বাৎসরিক সভা, শনিবার। এই সভা থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় পশ্চিমবঙ্গ জুড়ে থাকা উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক ও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক মে মাসের ১ তারিখ একসঙ্গে যুক্ত হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক। আগামী ৩০ তারিখ পর্যন্ত এই তিনটি ব্যাঙ্ক পুরনো নামেই চলবে।
আরও পড়ুন-সোনার সংসার
জানা যায়, পশ্চিমবঙ্গ জুড়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের মোট শাখা থাকবে ৯৬০টি। একই সঙ্গে এই ব্যাঙ্কের রিজিওনাল অফিস ও হেড অফিস হবে কলকাতায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশাবাদী তিনটি ব্যাঙ্ক একসঙ্গে হওয়ার পর অন্য ব্যাঙ্কের চাইতে অনেক ভাল ব্যবসা করবে নতুন গঠিত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক। একইভাবে এই ব্যাঙ্কের গ্রাহকেরা অনেক বেশি সুবিধালাভ করবেন। প্রথম অবস্থায় গ্রামীণ ব্যাঙ্কের উদ্দেশ্য ছিল শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার, পরে এই গ্রামীণ ব্যাঙ্কের উপরেই শহরাঞ্চলে মানুষরাও নির্ভর করতে থাকেন।