প্রতিবেদন : বাংলার সেনা-জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে যাওয়ার পর পাঁচদিন অতিক্রান্ত, এখনও পাকিস্তানে আটকে রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। কেন্দ্রের মোদি সরকার চূড়ান্ত ব্যর্থ বিএসএফ জওয়ানকে উদ্ধারে। ৯০ ঘণ্টায় দফায় দফায় তিনবার বৈঠক করেও কোনও আশার আলো দেখাতে পারেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে রবিবার পূর্ণমের রিষড়ার বাড়িতে পৌঁছে যান বিএসএফ আধিকারিকরা। জওয়ানকে ফিরিয়ে আনার আশ্বাসও দেন। কিন্তু তাঁদের কথায় বিন্দুমাত্র ভরসা না করে জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ রবিবারই পরিবার নিয়ে পাঠানকোটের দিকে রওনা দিচ্ছেন। ইতিমধ্যেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিএসএফের ডিজির সঙ্গে এই মর্মে ফোন করে কথাও বলেছেন।
আরও পড়ুন-কুৎসার বিরুদ্ধে লড়াই চলবে, জেলায় সংগঠন তৈরির ডাক
বুধবার ‘ভুল’ করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ পূর্ণমকুমার সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে পোস্টিং ছিলেন তিনি। তবে পাকিস্তানি সেনার হাতে আটক হওয়ার পর গত পাঁচদিন ধরে তাঁর কোনও খবর মেলেনি। শুক্রবার পর্যন্ত এই ইস্যুতে তিনবার বৈঠকে বসেন বিএসএফ এবং পাক রেঞ্জার্সের উচ্চ আধিকারিকরা। কিন্তু পাক রেঞ্জার্স-এর উচ্চ আধিকারিকরা জানান, পূর্ণমের সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। তাঁকে মুক্তি দেওয়া নিয়ে উচ্চ আধিকারিকরা নির্দেশ না দিলে কোনও পদক্ষেপ করা যাবে না। এক কথায় বৈঠক একেবারে নিষ্ফলা। ভারতীয় জওয়ান কোথায় আছেন, কী অবস্থায় আছেন, আদৌ সুস্থ আছেন কি না, তাঁর উপর অত্যাচার চলছে কি না— বিন্দুবিসর্গও জানতে পারেননি কেউ। উদ্বেগ বাড়ছে পরিবারের।