এনসিইআরটির পাঠ্যবইতে বদল, মুঘল ও সুলতানি সাম্রাজ্য বাদ গেল, যুক্ত হল কুম্ভমেলা 

বিজেপি (BJP) জমানায় হিন্দুত্ববাদী ইতিহাস ছাত্রদের গেলানোর তাগিদে বারবার মুসলিম সময়কালের ইতিহাস বাদ অথবা সংক্ষিপ্ত করার পরিকল্পিত উদ্যোগ চলছে।

Must read

প্রতিবেদন: ফের কাঁচি চলল ইতিহাসের পাঠ্যসূচিতে। বিজেপি (BJP) জমানায় হিন্দুত্ববাদী ইতিহাস ছাত্রদের গেলানোর তাগিদে বারবার মুসলিম সময়কালের ইতিহাস বাদ অথবা সংক্ষিপ্ত করার পরিকল্পিত উদ্যোগ চলছে। অহিন্দু সাম্রাজ্যের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশের ইতিহাসকেই বিকৃত করছে দিল্লির বর্তমান শাসকরা।

আরও পড়ুন-জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে দিঘায় মুখ্যমন্ত্রী

সেই রাজনৈতিক অভিমুখের অংশ হিসাবে এবার এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-র পাঠ্যবইয়ে ফের পরিবর্তন করা হল। সপ্তম শ্রেণীর নতুন সমাজবিজ্ঞান বইতে এবার আর রাখা হল না দিল্লির মুঘল এবং সুলতানি সাম্রাজ্যের কথা। যে সময়কাল সম্পর্কে এতদিন পড়ুয়াদের অবহিত করা হত, তা মুছে ফেলে তার পরিবর্তে নতুন সংযোজন হিসাবে রাখা হয়েছে মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহন সাম্রাজ্যের কথা। ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার প্রসঙ্গও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন পাঠ্যবইয়ে। যে কুম্ভমেলায় যোগ দিতে আসা বহু পুণ্যার্থীকে বিজেপি সরকারের অব্যবস্থার খেসারত দিতে হয়েছে প্রাণের বিনিময়ে।

Latest article