কুনোয় পাঁচ শাবকের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা থেকে আসা নিরভা

এর আগে গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল সে। কিন্তু তারা প্রাণে বাঁচেনি। এই বছর অনেক সাবধানতা অবলম্বন করেছিল কর্তৃপক্ষ।

Must read

কুনো (Kuno) জাতীয় উদ্যানে চিতার সংখ্যা বাড়ল। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে সাড়ে পাঁচ বছর বয়সে আনা হয়েছিল নিরভাকে। পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। এর আগে গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল সে। কিন্তু তারা প্রাণে বাঁচেনি। এই বছর অনেক সাবধানতা অবলম্বন করেছিল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতে চিতা সংরক্ষণ শুরু হলেও বার বার চিতার মৃত্যু মোটেও ভাল চোখে দেখা হয় নি। কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে এই মর্মে জানানো হয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। রবিবার পশু চিকিৎসকেরা তাদের ভিডিয়ো সংগ্রহ করেছে।

আরও পড়ুন-‘টেররিস্ট’-কে ‘মিলিট্যান্ট’ বলে চাপে সংবাদমাধ্যম, কড়া চিঠি কেন্দ্রের

ভারতে এই মুহূর্তে চিতার সংখ্যা ৩১। কুনো উদ্যানে রয়েছে ২৯টি, ১০টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা এবং ১৯টি শাবক। কুনো থেকেই দু’টি পুরুষ চিতা প্রভাস এবং পবককে কিছুদিন আগেই মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে পাঠানো হয়েছে। ২০২২ সালে ২০ টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে এই চিতাগুলিকে আনা হয়েছিল। তার আগের বছরে ১৭ সেপ্টেম্বর কুনো জাতীয় উদ্যানে এই চিতাগুলিকে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর চারটি চিতার শাবক জন্ম নিলেও তাঁদের মধ্যে তিনটি শাবকেরই মৃত্যু হয়েছে। আগস্ট মাস পর্যন্ত ৬ টি প্রাপ্তবয়স্ক চিতার মৃত্যু হয়। এরপর দশম চিতাটির মৃত্যু হল কিছুদিনের মধ্যেই।

Latest article