তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া পেতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। রবিবার বিকেল থেকে গাঙ্গেয় বঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আবহাওয়া দফতর তরফে খবর, আগামী ৩-৪ দিনও বিকেলের পর এমন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-অশ্লীলতার অভিযোগে নেটফ্লিক্স-সহ বিভিন্ন ওটিটি সংস্থা ও কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট
আজ উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া — এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি মাত্রায়। বেশ কয়েকটি এলাকায় বজ্রপাতও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। দুটি জেলায় কালবৈশাখী পরিস্থিতিও তৈরি হতে পারে। সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে সোমবার থেকে বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন-‘টেররিস্ট’-কে ‘মিলিট্যান্ট’ বলে চাপে সংবাদমাধ্যম, কড়া চিঠি কেন্দ্রের
অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী তিন-চার দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। বাংলার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট অনেকটাই বাড়বে। তাই আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।