ইতিহাস-বিকৃতি : ব্রাত্য

সপ্তম শ্রেণির এনসিইআরটি-র (NCERT) সমাজবিজ্ঞানের বই থেকে বাদ মুঘল সাম্রাজ্য ও দিল্লির মধ্যযুগীয় সাম্রাজ্যবাদের ইতিহাস।

Must read

প্রতিবেদন : সপ্তম শ্রেণির এনসিইআরটি-র (NCERT) সমাজবিজ্ঞানের বই থেকে বাদ মুঘল সাম্রাজ্য ও দিল্লির মধ্যযুগীয় সাম্রাজ্যবাদের ইতিহাস। তার পরিবর্তে এসেছে প্রাচীন ভারতীয় রাজবংশ ও পবিত্র ভুগোলের বিষয়। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-আস্থা নেই বিএসএফে, পূর্ণমকে ফেরাতে পাঠানকোট রওনা স্ত্রীর

এক্স মাধ্যমে তাঁর বক্তব্য, ইতিহাস ব্যাখ্যার জন্য সবসময়ই উন্মুক্ত, কিন্তু ঐতিহাসিক তথ্য মুছে ফেলা যায় না। মুঘলদের বাদ দিয়ে কেউ মধ্যযুগীয় ভারতের ইতিহাস লিখলে, সেটা সেই সময়ের ঐতিহাসিকতাকে বিকৃত করে। মনে রাখতে হবে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তাই কেউ ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাস লিখতে গেলে ইতিহাসও একদিন মুছে দেবে।

Latest article