দিঘায় তৈরি হল জগন্নাথের মন্দির (Digha Jagannath Temple)। কাল মঙ্গলবার দিনভর হবে যজ্ঞ। বুধবার হতে চলেছে উদ্বোধন। সৈকত শহরে ভিড় সামলে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর জেলা প্রশাসনও। আজ, সোমবার দুপুরেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে পুরোহিতদের সঙ্গে কথা বলে বিকেলে প্রস্তুতি খতিয়ে দেখতে নবনির্মিত মন্দির চত্বরে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যান্যরা।
আরও পড়ুন-২রা মে খুলছে কেদারনাথের দরজা, খুলছে বদ্রীনাথ ও তুঙ্গনাথ মন্দির
মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ‘নয়নপথগামী জয় জগন্নাথ স্বামী’ গান লিখেছেন ও সুর দিয়েছেন। গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন করার সময় সেখানে মুখ্যমন্ত্রীর নিজের লেখা ওই গানটি বাজে। উদ্বোধনের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া এই গানটি বাজবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মন্দির উদ্বোধন নিয়ে আগেই মুখ্যমন্ত্রী জানান “অবশ্যই এই মন্দির দিঘার মুকুটে নতুন পালক যোগ করবে, দিঘা আরও উচ্চ শিখরে যাবে। পর্যটকরা যেমন ভ্রমণের জন্য আসবেন তেমন তারা তীর্থস্থানও দেখে যাবেন। অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’র মিলনস্থলে পরিণত হল দিঘা, আগামী দিনে যা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে।”
আরও পড়ুন-রাতের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার জয়পুর
উল্লেখ্য, সোমবার জগন্নাথ মন্দিরে অশ্বযজ্ঞ হবে। মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ শুরু হবে। পুরীর মন্দিরের প্রতিনিধিদের পাশাপাশি ইসকনের সদস্যরাও এদিনের অনুষ্ঠানে অংশ নেবেন। পুরো যজ্ঞপর্বে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এরপরে বুধবার অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন হবে।