প্রতিবেদন : দিঘায় (Digha) জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক উদ্বোধনে চরম সৌজন্যের পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ করলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে। আমন্ত্রণ করা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রবীন দেব-সহ একাধিক বাম নেতাকে। আমন্ত্রণ করা হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও।
আরও পড়ুন-উচ্ছ্বাস, উন্মাদনা
সূত্রের খবর, তিনি আসার চেষ্টা করছেন। বুধবার আসতে পারেন। না পারলে শিগগিরই আসবেন মন্দিরে। সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতাও চিঠি পেয়েছেন। এর মধ্যে বিরোধী দলনেতা এই নিয়ে অসৌজন্যের রাজনীতি করছেন। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ করা হয়েছে। এইভাবে একাধিক সংগঠনকে আমন্ত্রণের সৌজন্য দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রভু জগন্নাথের মন্দির উদ্বোধনে তিনি রাজনৈতিক বিপরীত মহলগুলিকেও বাদ রাখেননি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের পাশাপাশি প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ করেছেন তিনি।