জগন্নাথধামের যজ্ঞ জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিজেপি নেতা

মঙ্গলবার দিঘার জগন্নাথধামের মহাযজ্ঞে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে বসে দেখলেন তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীরা।

Must read

সংবাদদাতা, জামালপুর : মঙ্গলবার দিঘার জগন্নাথধামের মহাযজ্ঞে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে বসে দেখলেন তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীরা। শুধু চোখে দেখাই নয়, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করলেন জামালপুরের বিজেপি মণ্ডল ১ সভাপতি প্রধানচন্দ্র পাল। একই সঙ্গে এই বিজেপি নেতার মন্তব্য, মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে দিঘায় জগন্নাথ মন্দির গড়েছেন। এতে আমি ধন্য। পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা আমাদের কাছে বড় গর্বের বিষয়। প্রসঙ্গত, কাল বুধবার, অক্ষয়তৃতীয়ার দিন জাঁকজমকপূর্ণ ভাবে দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথধামের। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিভিন্ন মুহূর্তের ভিডিও দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও ব্লক প্রশাসনের উদ্যোগে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দিঘার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা হয়েছে। এই আয়োজনকে ঘিরে জামালপুরে দেখা গেল এক বিরল দৃশ্য। যেখানে তৃণমূল ও বিজেপি নেতারা একত্রে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে দিঘার মন্দিরের মহাযজ্ঞের অনুষ্ঠান চাক্ষুষ করলেন মঙ্গলবার।

আরও পড়ুন-সৌজন্য, উদ্বোধনে আমন্ত্রিত দিলীপ, বিমান, রবীন দেবও

উপস্থিত ছিলেন জামালপুরের বিজেপি ১ নং মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল ও তাঁর অনুগামীরা। যদিও জগন্নাথধামের উদ্বোধন নিয়ে গদ্দার অধিকারী-সহ বিজেপি নেতারা প্রথম থেকে মিথ্যাচার করলেও জামালপুরে তাঁদের দলের নেতা জানালেন, এই দিনটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বের। মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে জগন্নাথ মন্দির গড়েছেন। জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান জানান, জামালপুরের বিজেপি নেতা যে ধর্ম আর উন্নয়নে বিশ্বাস রাখেন, সেটাই প্রমাণ হল। রাজনৈতিক বিরোধ ভুলে ধর্মীয় অনুষ্ঠানে একাত্মতার এই নজির নতুন বার্তা দিল বলে মনে করছেন জামালপুরবাসী।

Latest article