জগন্নাথদেবের কাঠের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা কাল

বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ। সেই যজ্ঞের পর বিগ্রহের সামনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হবে যজ্ঞকুণ্ড ও কুম্ভকুণ্ড।

Must read

প্রতিবেদন : এক কোটি মন্ত্রোচ্চারণে দিঘায় জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার উপাচার শুরু হয়েছে। সপ্তাহভর চলছে যজ্ঞানুষ্ঠান-পুজার্চ্চনা। চলছে বিষ্ণু-সহস্রনাম এবং হরিনামও। বুধবার হবে প্রভু জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা ও জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন পর্ব।

আরও পড়ুন-জগন্নাথধামের যজ্ঞ জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিজেপি নেতা

বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ। সেই যজ্ঞের পর বিগ্রহের সামনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হবে যজ্ঞকুণ্ড ও কুম্ভকুণ্ড। তারপর শুরু হবে জগন্নাথদেবের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। জগন্নাথদেবের সঙ্গে রাধা-কৃষ্ণের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা করা হবে। প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ মাত্র ২০ মিনিটের। বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পুণ্যলগ্নে দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে। রুদ্ধদ্বারে হবে এই প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। সাধুসন্ন্যাসীরাই এই প্রাণপ্রতিষ্ঠা করবেন।

Latest article