স্নেহর ঘূর্ণিতে ফের জয় হরমনপ্রীতদের

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে হারানোর পর, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের মেয়েরা।

Must read

কলম্বো, ২৯ এপ্রিল : শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেলেন হরমনপ্রীত কৌররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে হারানোর পর, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের মেয়েরা। ৪৩ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচের সেরা অভিজ্ঞ স্পিনার স্নেহ রানা।

আরও পড়ুন-জগন্নাথদেবের কাঠের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা কাল

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছিল ভারত। ওপেনিং জুটিতে ৮৩ রান তুলে দলের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল। ৫৪ বলে ৩৬ রান করে স্মৃতি আউট হলেও, ৯১ বলে ৭৮ রান করেন প্রতিকা। এই নিয়ে জাতীয় দলের জার্সিতে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান করলেন তিনি। এর মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। এছাড়া অধিনায়ক হরমনপ্রীত করেন ৪৮ বলে ৪১ রান। জেমাইমা রডরিগেজ ৩২ বলে ৪১ করেন।
পাল্টা ব্যাট করতে নেমে, শুরুটা দুর্দান্ত করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। প্রথম উইকেটেই ১৪০ রান তুলে ফেলেন তাঁরা। তবে উলভার্ট ৪৩ এবং ব্রিটস ১০৯ রান করে আউট হতেই তাসের ঘরের মতোই ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৬১ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। স্নেহ একাই পাঁচ উইকেট ঝুলিতে পোরেন।

Latest article