সবুজ-মেরুনের নজরে রবসন

বসুন্ধরা কিংসের প্রাক্তন তারকা ব্রাজিলীয় উইঙ্গার রবসন রবিনহোকে কি আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে!

Must read

প্রতিবেদন : বসুন্ধরা কিংসের প্রাক্তন তারকা ব্রাজিলীয় উইঙ্গার রবসন রবিনহোকে কি আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে! বাংলাদেশের ক্লাবের হয়ে এএফসি কাপে মোহনবাগানের বিরুদ্ধে গোল রয়েছে রবসনের। অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পর, রবসনের লাল-হলুদ জার্সি গায়ে চাপানো নিয়ে প্রচুর নিউজপ্রিন্ট খরচ হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বসুন্ধরা ছেড়ে নিজের দেশে ফিরে গিয়েছিলেন রবসন।

আরও পড়ুন-সুদিরমান কাপ থেকে ছিটকে গেলেন সিন্ধুরা

ব্রাজিলের ক্লাব আগুয়া সান্তায় হয়ে খেলছেন তিনি। সম্প্রতি সাও পাওলো লিগে নেইমারের বিরুদ্ধেও খেলেছিলেন। সূত্রের খবর, ফের ঠিকানা বদলাচ্ছে তাঁর। গ্রেগ স্টুয়ার্টের বিকল্প হিসাবে ব্রাজিলীয় তারকার দিকেই ঝুঁকে মোহনবাগান। চুক্তি নিয়ে দুই তরফের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। চুক্তির অঙ্ক নিয়ে দু’পক্ষ একমত হলেই রবসন চুক্তিপত্রে সই করে দেবেন।

Latest article