সংবাদদাতা, পুরুলিয়া : অঞ্চলে অঞ্চলে বিশেষ পুজো, ব্লকে ব্লকে শোভাযাত্রা, জঙ্গলমহল জুড়ে প্রচার এবং জায়ান্ট স্ক্রিনে দিঘায় জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দর্শন। পুরুলিয়া-সহ গোটা জঙ্গলমহল আজ, বুধবার ফের জগন্নাথময় হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর সক্রিয়তায় নির্মিত জগন্নাথধামের গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠা হবে বিগ্রহের। সেই অনুষ্ঠান দেখবে গোটা পুরুলিয়া। কয়েকশো বছর আগে শ্রীচৈতন্যদেব এই পুরুলিয়া দিয়েই পদব্রজে পুরীধাম গিয়েছিলেন। তাঁর পরিভ্রমণের পরই তৎকালীন মানভূম হয়েছিল কৃষ্ণভক্তি পরায়ণ। পঞ্চকোট রাজারাও মেনে নিয়েছিলেন চৈতন্য ভাবাদর্শ।
আরও পড়ুন-বড়বাজারের ৬ তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১
এখনও এখানকার মানুষ মনে করেন চণ্ডালৌপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। তাই আজ জেলার মানুষের বিশেষ আগ্রহ থাকছে নতুন জগন্নাথ ক্ষেত্র নিয়ে। সেটা বুঝেই জেলাজুড়ে ভক্তদের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে। সবর্ত্র প্রস্তুতি সারা। মানুষও রয়েছেন অপেক্ষায়। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘আমরা ঠিক করেছি জেলার ১৭০টি অঞ্চলেই বিশেষ নামযজ্ঞ হবে। নামকীর্তন-সহ শোভাযাত্রাও হবে। বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, জঙ্গলমহলে চিরদিন ব্রাত্যজনের বাস। এখান থেকে প্রতি বছর লক্ষাধিক মানুষ পুরী যান। সেখানকার পান্ডারাও আসেন ভক্তদের বাড়ি। এবার দিঘায় সমুদ্রের ধারেই জগন্নাথদেবের দর্শন হবে। জঙ্গলমহলের কাছে এটা এক বিরাট প্রাপ্তি। গ্রামগুলিতে মাইকে প্রচার চলছে। মুখ্যমন্ত্রী নতুন এক দিগন্ত খুলে দিয়েছেন জঙ্গলমহলের সামনে। পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত বলেন, বহু এলাকা থেকে বাস রিজার্ভ করে মানুষ দিঘা গিয়েছেন। যাঁরা যাননি তাঁরা এলাকায় বসেই জগন্নাথধাম দর্শন করবেন।