দ্বারোদ্ঘাটন ও প্রাণপ্রতিষ্ঠা: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু

Must read

দিঘায় জগন্নাথধামে বুধবার অক্ষয় তৃতীয়াতেই দ্বারোদ্ঘাটন ও প্রাণপ্রতিষ্ঠা। তার আগে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান শুরু হল, রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক অদিতি মুন্সির গান দিয়ে শুরু হল অনুষ্ঠান। গীতিকার ও সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। মঞ্চে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন- মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস অভিষেকের

মন্ত্রী থেকে তারকা থেকে আমজনতা সকলেই দিঘার জগন্নাথধামে উপস্থিত হয়েছে। তীব্র রোদের মধ্যেই চলছে অনুষ্ঠান। সাধারণ মানুষ অপেক্ষা করছেন শুধুমাত্র মন্দির খোলার। মন্দির উদ্বোধনের আগেই চিত্র দেখেই বোঝা যাচ্ছে আমজনতার জন্যে মন্দির খুলে দেওয়ার পরই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে।

Latest article