বিহার নির্বাচনের আগে ঝুঁকি না নিয়ে কেন্দ্র মানতে বাধ্য হল জাতিগণনার দাবি

Must read

প্রতিবেদন : ঘরে-বাইরে চাপে পড়ে জাতিভিত্তিক জনগণনার (census) দাবি মেনে নিল কেন্দ্রের বিজেপি সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিলেন, পরের জনগণনায় জাতিভিত্তিক গণনাকেও অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু তা কবে হবে, সে-বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে এটা নিশ্চিত যে বছর শেষের বিহার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বিজেপির। আরও স্পষ্ট করে বললে, নীতীশ কুমারকে তুষ্ট করতেই এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদির। কারণ, বিহারের রাজনীতিতে জাতিকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ বিশেষ তাৎপর্যপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বারবারই দাবি জাতিভিত্তিক জনগণনার (census)। তাই ঘরে-বাইরে প্রবল চাপকে উপেক্ষা করার মতো সাহস দেখাতে পারেননি মোদি এবং তাঁর দল। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি শেষপর্যন্ত জাতিভিত্তিক জনগণনার দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু তবুও অনিশ্চয়তার একটা আবহ থেকেই যাচ্ছে। কারণ জনগণনা বা সংশ্লিষ্ট জাতিগত জনগণনা ঠিক কবে হবে তার কোনও সুনির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি কেন্দ্রের পক্ষ থেকে।

আরও পড়ুন-নতুন চার সংসদীয় কমিটিতে কল্যাণ-সহ তৃণমূলের ৫ প্রতিনিধি

Latest article